মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন-
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِ ۙ
সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,
وَاُ مِّهٖ وَاَ بِيْهِ ۙ
এবং তার মা ও তার বাবা থেকে,
وَصَا حِبَتِهٖ وَبَنِيْهِ ۗ
এবং তার স্ত্রী ও তার সন্তানাদি থেকে,
لِكُلِّ امْرِیءٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُّغْنِيْهِ ۗ
সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে।
وُجُوْهٌ يَّوْمَئِذٍ مُّسْفِرَةٌ ۙ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ
এবং সেদিন অনেক মুখ হবে উজ্জ্বল, সহাস্য, উৎফুল্ল।
وَوُجُوْهٌ يَّوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ تَرْهَقُهَا قَتَرَةٌ ۗ
এবং অনেক মুখ হবে ধূলি ধূসরিত। তাদেরকে আচ্ছন্ন করে রাখবে কালিমা।
اُولٰٓئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ.
তারাই কাফের ও পাপিষ্ঠের দল৷
(সূরা আবাসা ৩৪-৪২ আয়াত৷)