রচনা-প্রবন্ধরোযনামচা

বিচিত্র মানুষ ও মন

মুফতী তাহমীদ শামী

※ কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, অথচ ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে…!!
※ কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে!!
※ কেউ ভাবছে আর কয়েকটা দিন, অতপর ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি! অথচ কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমরন যুদ্ধ করে চলছে!!
※ কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাচ্ছে! অথচ কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করে চলছে!!
※ কেউ বছরে ডজন খানেক ভালবাসার মানুষ বদলাচ্ছে! অথচ কেউ শুধু একটা ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করে জীবন পার করছে!!
※ কেউ দামি শাড়ি হাতে পেয়েও খুশি নয়! অথচ কেউ তাঁতের নতূন শাড়ির বারবার গন্ধ শুঁকছে!!
※ কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা! অথচ কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে!!
※ কেউ দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খাচ্ছে! অথচ কেউ হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে!!
※ কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা! অথচ কেউ পড়ার জন্য পুরাতন বইও খুজে পাচ্ছেনা, পকেট খালি বলে!!
※ কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত যে, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? অথচ কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে… সন্তানগুলোতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই এখন জীবনটা গড়ে নিতে পারবে!!
সত্যিই নানা রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি…! জীবনের নিজস্ব আলাপনে, বাস্তবতার হাত ধরে!!

Related Articles

Leave a Reply

Back to top button