কুরআনুল কারীম মহান আল্লাহ তায়ালার কালাম।
কুরআন প্রথম রমযান মাসের লাইলাতুল কদরে লওহে মাহফুয হতে পৃথিবীর নিকটতম আসমান বাইতুল-ইইজ্জতে নাযিল হয়৷ অতপর, সেখান থেকে প্রয়োজন অনুসারে অল্প-অল্প করে সু-দীর্ঘ ২৩ বছরে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের উপর নাযিল হয়। (তিলাওয়াতে কুরআন ১২৮ পৃষ্ঠা।)
#আল_কুরআনের_নামঃ
১৷ আল-কুরআন।
২৷ আল-কিতাব।
৩৷ আল-ফুরক্বন।
৪৷ আয-যিকর।
৫৷ আত-তানযিল।
তন্মধ্যে সর্বাধিক প্রশিদ্দ্ব
নাম হল আল-কুরআন।
যা কুরআনুল কারীমের ৬১টি স্থানে উল্লেখ্য রয়েছে। (উলুমুল কুরআন ১/১৭ পৃষ্ঠা। তাফসীরে জালালাইন ১/১৯ পৃষ্ঠা৷ আনওয়ারুল কুরআন ১/১ পৃষ্ঠা৷)
#আল_কুরআনের_পারা_সূরা_ইত্যাদিঃ
আল কুরআনের
পারা ৩০টি।
সূরা-১১৪টি।
মাক্কী সূরা-৮৭টি।
মাদানী সূরা-২৭টি।
মানযিল-৭টি।
রুকু-৫৪০টি।
সিজদা-১৪টি।
আয়াত-৬৬৬৬টি।
শব্দ-৮৬৪৩টি।
হরফ-৩৪০৭৪০টি।
নুকতা-১০৫৬৮৪টি।
যবর-৫৩২২৩টি।
যের-৩৯৫৮৩টি।
পেশ-৮৮০৪টি।
তাশদীদ-১২৭৪টি।
মাদ্দ-১৭৭১টি।
(তাফসীরে জালালাইন ১/৩৯ পৃষ্ঠা৷ তাফসীরে আনওয়ারুল কুরআন ১/১১ পৃষ্ঠা৷ আল-ইতক্বান ১/১৩০ পৃষ্ঠা।)
#আল_কুরআনে_কোন_হরফ_কতবার_এসেছেঃ
আলিফ-৪৮৮৭২টি।
বা-১১৪২৮টি।
তা-১১৯৯টি।
ছা১২৭৬টি।
জীম-৩২৭৩টি।
হা-৯৭৩টি।
খ-২৪১৬টি।
দাল-৫৬০২টি।
যাল-৪৬৭৭টি।
র-১১৭৯৩টি।
যা-১৫৯০টি।
সিন-৫৯৯১টি।
শীন-২১৫৫টি।
সোয়াদ-২০১২টি।
দোয়াদ-১৩০৭টি।
তোয়া-১২৭৭টি।
যোয়া-৮৪২টি।
আইন-৯২২০টি।
গইন-২২০৮টি।
ফা-৮৪৯৯টি।
ক্বফ-৬৮১৩টি।
কাফ-৯৫০০টি।
লাম-২৪৩২টি।
মীম-৩৬৫৩৫টি।
নূন-৪০১৯০টি।
ওয়াঁও-২৫৫৪৬টি।
হা-১৯০৭০টি।
হামযাহ-৩৭৭০টি।
ইয়া-৪৫৯১৯টি।
(তাফসীরে কুরতুবী ১/৭১ পৃষ্ঠা। তাফসীরে আনওয়ারুল কুরআন ১/১০ পৃষ্ঠা৷ আল-ইতক্বান ১/১৩০ পৃষ্ঠা।)
#সৌজন্যেঃ
আত তাহমীদ ইসলামীক রিসার্চ সেন্টার বাংলাদেশ
২১/১১/২০২০ ঈসায়ী৷