পাঠকের মন্তব্য

অধমকে নিয়ে এক শুভাকাংক্ষির আকুতি

Faruk Islam মন্তব্য করেছেন,

অামি ঐ সমস্ত অালেমদের অাল্লাহর জন্যই ভালোবাসি, যারা অাল্লাহর জন্যই কাজ করে, অাল্লাহর দ্বীন কায়েম করার জন্য সদা সোচ্চার থাকে, অাল্লাহর স্মরণ থেকে তাদের কোনো কিছু বিরত রাখেনা, অামার মতো সাধারণ মানুষকেও যারা বুঝেন ও আমার কথা শুনেন, কোনো কিছু জিজ্ঞাসা করলে তা ফেলতে পারেন না, বিরক্তবোধ করেন না, বরং সন্তুষ্ট চিত্তে তার উত্তম জবাব দেন৷ এর মধ্যে সর্বাধিক প্রিয় মুফতী তাহমীদ শামী
আল্লাহ তাকে উত্তম প্রতিদানসহ নেক হায়াত দান করুন৷ আমিন!

Leave a Reply

Back to top button