♥♥♥♥♥♥♥♥
বড়ই কষ্টে আছি
তোমারই বিরহে
ওগো নবীজি,
তুমি ছাড়া প্রিয়তম
ধরনী রাহে
কেহ নাই বুঝি!
হৃদয় আমার কেঁদে মরে,
বিরহ-বারী নয়ন জুড়ে।
প্রিয়তমহারা সদমা ভরা
মন তোমার বিরহে।
ওগো নবীজি!!
সাহারাসম তুন্য মনে,
দেয় যাতনা হ্মণে-হ্মণে।
প্রিয়জনহারা ছন্নছাড়া
আমি তোমার বিরহে।
ওগো নবীজি!!