ইসলামী কবিতা

বাঁধনহারা শোক

কবি তাহমীদ শামী

বাঁধনহারা শোক সিমাহীন কাঁন্না,
আঁখিতে অশ্রু বাঁধ মানেনা৷
আক্ষেপের যাতনা আর সয়না,
কোথায় আছো প্রিয়তম শাহে মাদিনা৷

কত যে তোমার পানে চেয়ে থেকেছি,
কত যে তোমার লাগি অশ্রু ঢেলেছি৷
কত যে নির্ঘুম রাত জেগেছি!
তোমাকে পাবার আশায় শাহে মাদিনা৷

তুমি ছাড়া আমার জীবন মরুভূমি,
তুমি ছাড়া হাহাকার হৃদয় জমি৷
তুমি ছাড়া কাটেনা মোর দিবসযামী!
স্বপ্নে হলেও দেখা দাও এইতো কামনা৷

Related Articles

Leave a Reply

Check Also
Close
Back to top button