রচনা-প্রবন্ধ

ঐতিহাসিক বদর দিবস

মুফতী তাহমীদ শামী

আমাদের সবারই জানা আছে , রমজান ঐতিহাসিক বদরদিবস । এই দিনে রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে বদরপ্রান্তে ইসলাম ও বাতিলেরমাঝে প্রথম যুদ্ধ সংঘটিতহয়েছিল । সত্য ও মিথ্যার এলড়াইয়ে মহান আল্লাহ্তায়ালা রাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তাঁরপ্রতিশ্রুত সাহায্যমুসলিমদেরজন্য পাঠিয়েছিলেন এবং সত্য জয় লাভ করেছিল ।মুশরিকদেরপ্রায় ১০০০ জন সৈন্যেরবিপরীতে ৩১৩/এর চেয়ে কিছুবেশি মুসলিম অত্যন্ত সামান্যপরিমাণ যুদ্ধাস্ত্র নিয়ে অসমএই লড়াইয়ে সময়ের দাবী পূরণেঝাপিয়ে পড়েছিল ।যুদ্ধ শুরুর আগের দিনরাসূলুল্লাহ্সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক কুরাইশদের সঙ্গে যুদ্ধের ব্যাপারেসাহাবীদের মতামত জানতেচাইলেন । মুহাজিরদের মধ্যহতে বিশিষ্ট কয়েক জনসাহাবীতাদের মত প্রকাশ করার পর হযরত মিকদাদ ইব্নআমর (রা)বললেন-“হে আল্লাহর রাসূল, আল্লাহ্তায়ালা আপনাকে যে পথদেখিয়েছেন তার ওপর আপনিঅবিচল থাকুন । আমরা আপনার সঙ্গে রয়েছি ।.আল্লাহ্তায়ালার শপথ, বনী ইসরাঈলহযরতমূসা আলাইহিস সালাম-কে যেধরনের কথা বলেছিল, আমরাআপনাকে ওরকম কথা বলব না । বনী ইসরাইলরাহযরতমূসাআলাইহিস সালাম-কে বলেছিল,‘…..হে মূসা, সেই (শক্তিশালী)লোকেরা যতোক্ষণসেখানে থাকবে, ততোক্ষণআমরা কোনো অবস্থায়ই সেখানে প্রবেশকরবো না,তুমিই(বরং) যাও, তুমি ও তোমারমালিক উভয়ে মিলে যুদ্ধ করো,আমরা এখানেই বসে রইলাম ।(সূরা মায়েদা-২৪)’ আমরা বলবো যে, আপনি এবংআপনার প্রতিপালক লড়াই করুন,আমরাও আপনার সাথে লড়বো ।সেই মহান সত্তার শপথ যিনিআপনাকে সত্যসহ প্রেরণকরেছেন আপনি যদি আমাদেরবারকুল গামাদ পর্যন্তও নিয়েযানতবু আমরা সারা পথ লড়াইকরতে করতে আপনার সাথেসেখানে পৌঁছুবো ।” আনসারদের পক্ষ হতেআনসারদেরঅধিনায়ক সা’দ ইব্ন মা’য(রা) বললেন- “—– । সেইআল্লাহ্ তায়ালার শপথ যিনিআপনাকে সত্যসহ প্রেরণ করেছেন,আপনি যদি আমাদেরসঙ্গে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়েপড়তে চান তবে আমরাওঝাঁপিয়ে পড়বো । আমাদেরএকজন লোকও পিছনে পড়েথাকবে না । আগামীকাল আপনিআমাদের সঙ্গে নিয়েশত্রুর মোকাবেলা করলেওআমাদের কোন আপত্তি নেই ।আমাদের মনে কোন প্রকার দ্বিধাদন্দ্ব নেই ।যুদ্ধক্ষেত্রেআমরা রণনিপুণ । এমনও হতেপারেযে, আল্লাহ্ পাক আমাদেরমাধ্যমে এমন বীরত্বের প্রকাশঘটাবেন যা দেখে আপনারচক্ষু শীতল হয়ে যাবে । আপনিআমাদের সঙ্গে নিয়ে চলুন ।আল্লাহ্ তায়ালা আমাদেরযাত্রা পথে বরকত দিন ।” সেদিন যেমন সাহাবীরাতাদেরলোকবল ও যুদ্ধাস্ত্রেরস্বল্পতা সত্ত্বেও সময়েরদাবীঅনুযায়ী মুশরিকদের বিনা চ্যালেঞ্জে ছেড়েদেননিতেমনি বর্তমানেও যারাইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকরছে,ইসলামের অগ্রযাত্রকেথামিয়ে দিতে চায়, ইসলাম ও মুসলিমদেরকে মুছেফেলতেচায় তাদের বিরুদ্ধে আজ রুখেদাঁড়াবার সময় এসেছে ।মুসলিম মাত্রই আজ সময়েরদাবীহচ্ছে- যেখানেই তারা ইসলামের বিরুদ্ধেষড়যন্ত্রকরছেসেখানেই তাদেরকেমোকাবেলা করা, তাদেরবিরুদ্ধেসোচ্চার হওয়া, তাদের বিরুদ্ধে কথা বলা, বিনাচ্যালেঞ্জে তাদেরকে ছেড়েনা দেয়া । বদর প্রান্তেসাহাবীরা যেমন তাদেরলোকবলও যুদ্ধাস্ত্রের স্বল্পতা নিয়ে ভীত বা চিন্তিতছিলেননা,তেমনি আজও আমাদের কোনকিছুর স্বল্পতা নিয়ে ভীত বাচিন্তিত হওয়া ঠিক হবে না ।মুসলিম হিসেবে সময়ের দাবীপূরণের তাওফীক আল্লাহ্ তায়ালা আমাদের দান করুন-বদরদিবসে এই হোক আমাদেরপ্রার্থনা

Related Articles

Leave a Reply

Back to top button