রচনা-প্রবন্ধ

নবীজির পবিত্র বংশধারা

মুফতি তাহমীদ শামী

রসূলে কারীম ছাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র
বংশধারা নিম্নরূপঃ
হযরত মুহাম্মাদ।
(ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
ইবনু আব্দিল্লাহ,
ইবনু আব্দিল মুত্তালিব,
ইবনু হাশিম,
ইবনু আব্দিমানাফ,
ইবনু কুছাই,
ইবনু কিলাব,
ইবনু মুররাহ,
ইবনু কাআ’ব,
ইবনু লুওয়াই,
ইবনু গালিব,
ইবনু ফেহের (কুরাইশ),
ইবনু মালিক,
ইবনু নযর,
ইবনু কিনানা,
ইবনু খুযাইমাহ,
ইবনু মুদরিকাহ,
ইবনু ইলিয়াস,
ইবনু মুদ্বার,
ইবনু নাযার,
ইবনু মাআ’দ,
ইবনু আদনান,
ইবনু আদু,
ইবনু মাইসা’,
ইবনু সালামান,
ইবনু এওয়ায,
ইবনু বূয,
ইবনু ক্বামওয়াল,
ইবনু উবাই,
ইবনু আওয়াম,
ইবনু নাশিদ,
ইবনু হাযা,
ইবনু বিলদাস,
ইবনু ইয়াদলাফ,
ইবনু ত্বাবিখ,
ইবনু জাহিম,
ইবনু নাহিশ,
ইবনু মাখী,
ইবনু আইফী,
ইবনু আবকার,
ইবনু উবাইদ,
ইবনু আলদুআ’,
ইবনু হামদান,
ইবনু সাবজ,
ইবনু ইয়াসরাবী,
ইবনু ইয়াহযান,
ইবনু ইয়ালহান,
ইবনু আরআওয়া,
ইবনু আইফা,
ইবনু যীশান,
ইবনু আইসার,
ইবনু আকনাদ,
ইবনু ইহাম,
ইবনু মুকছির,
ইবনু নাহিছ,
ইবনু যরাহ,
ইবনু সুমাই,
ইবনু মযযী,
ইবনু ইওয়ায,
ইবনু আরাম,
ইবনু কায়দার,
ইবনু ইসমাঈল,আঃ,
ইবনু ইবরাহীম,আঃ,
ইবনু তারা (আযর),
ইবনু নাহুর,
ইবনু সারুজ,
ইবনু রাঊ,
ইবনু ফাইজ,
ইবনু আবির,
ইবনু আরফাকশাদ,
ইবনু সাম,
ইবনু নূহ আঃ,
ইবনু লামক,
ইবনু নাতুশাইহ,
ইবনু আখনূ’,
ইবনু ইদ্রিস,আঃ,
ইবনু ইয়ারিদ,
ইবনু মালহালঈল,
ইবনু কায়নান,
ইবনু আনূশ,
ইবনু শীস আঃ,
ইবনু হযরত আদম
আলাইহিসসালাম। –
♦সূত্র –
নূরুল কোরআন ১খঃ
সিরাতে শাহে মাদীনা ১খঃ
সিরাতে ইবনে হিশাম ১৬ পৃঃ
সিরাতে মুস্তফা ১খঃ
(রাহমাতুল্লিল আলামীন,
দ্বিতীয় খন্ড, পৃঃ ২৫-৩১,
হযরত আদম (আঃ)
থেকে শুরু করে
রসূলকারীম
ছাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম এর
মাতা পিতা পর্যন্ত
নারী পুরুষের যতগুলি
স্তর রয়েছে
প্রত্যেক স্তরের
প্রতিটি নারী ও পুরুষ
সৎ ও পবিত্র ছিলেন।
কেউ কখনো ব্যবিচারে লিপ্ত হন নি। রসূল কারীম
ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেনঃ
“আমি বিবাহের মাধ্যমে
জন্ম গ্রহন করেছি,
ব্যভিচারের মাধ্যমে নয়।
হযরত আদম (আঃ) থেকে শুরু করে আমার পিতা মাতা পর্যন্ত
কোন নারী পুরুষ
ব্যভিচারে লিপ্ত হননি।
আর জাহেলী যুগের
ব্যভিচার আমাকে স্পর্শ করেনি।”
♦সূত্র –
(ইরওয়াউল গালীলঃ ১৯৭২,
সহীহুল জামিউস্
সাগীরঃ ৩২২৫।
——————————-
মাওলানা তাহমীদ শামী
পরিচালক,
সান্ত্বনা শিল্পীগোষ্ঠী বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button