মুহতারাম
মুফতী সাহেব হুজুর!
প্রথম বিবাহের পর দীর্ঘ আট বছর সংসার করে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করা জায়েয হবে কি না?
এই প্রসঙ্গে শরীয়ত কি বলে??
দলিলসহ জানালে উপকৃত হবো!
#প্রশ্নকারীঃ
হাফিজা নাজমুন্নাহার (নাজু)
ফেইসবুক থেকে
#উত্তর
بسم الله الرحمن الرحيم
ইসলামী আইনে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেয়া জরুরী নয়। এমনিভাবে তৃতীয় বা চতুর্থ বিবাহের জন্যও কোন স্ত্রীর অনুমতি নেয়া জরুরী নয়৷ বরং এক্ষেত্রে জরুরী হলো একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ কায়েম করা৷ অর্থাৎ ইসলাম একাধিক বিয়ের অনুমতি তখনি প্রদান করে, যখন সকল স্ত্রীর হক সমানভাবে কোন প্রকার বৈষম্য ছাড়া আদায় করতে পারবে৷ আর এরুপ আত্মবিশ্বাস থাকলেই কেবল যৌক্তিক কারণে ইসলাম দ্বিতীয় বিয়ের অনুমতি প্রদান করেছে৷ অন্যথায় সাম্যতা বজায় রাখতে না পারলে, কিংবা হক আদায় করতে না পারলে একাধিক বিবাহ জায়েয নয়। যেমন কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে-
فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ ۖ
فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً.
তোমরা বিবাহ কর নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে দুই, তিন, কিংবা চারজনকে। আর যদি সমঅধিকার বজায় রাখার ক্ষেত্রে ভীত হও, তাহলে এক বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ থাক। (সূরা নিসা ৩নং আয়াত৷)
হাদীস শরীফে বর্নিত হয়েছে-
عَنْ أَبِىْ هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ : «إِذَا كَانَتْ عِنْدَ الرَّجُلِ امْرَأَتَانِ فَلَمْ يَعْدِلْ بَيْنَهُمَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّه سَاقِطٌ».
হযরত আবূ হুরায়রাহ রাযিঃ হতে বর্ণিত। তিনি বলেন, হযরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যদি কোনো পুরুষের দু’জন সহধর্মিণী থাকে আর সে তাদের মধ্যে যদি ন্যায়বিচার না করে, তবে সে কিয়ামতের দিন একপাশ পঙ্গু অবস্থায় উঠবে। সনদ সহীহ৷ (সুনানে তিরমিযী ১১৪১ হাদীস৷ সুনানে নাসায়ী ৩৯৪২ হাদীস৷ সুনানে ইবনে মাজাহ ১৯৬৯ হাদীস৷ সুনানে আবূ দাউদ ২১৩৩ হাদীস৷ সুনানে দারেমী ২২০৬ হাদীস৷ মুসনাদে আহমাদ ৮৩৬৩ হাদীস৷ মিশকাতুল মাসাবীহ ৩২৩৬ হাদীস৷)
والله اعلم بالصواب
#প্রমান্যগ্রন্থাবলীঃ
সূরা আন-নিসা ৩নং আয়াত৷
তাফসীরে মাযহারী ২/৪৩৪ পৃষ্ঠা৷
তাফসীরে জালালাইন ১/৭৬৮ পৃষ্ঠা৷
তাফসীরে উসমানী ১/৩৮৭ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে উসমানী ৩/৩২০ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে শামী ৪/১৩৮ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে দারুল উলুম ৭/৫০ পৃষ্ঠা৷
ফতোয়ায়ে হক্কানিয়া ৪/৩০২ পৃষ্ঠা৷
#উত্তর_লিখনেঃ
মুফতী তাহমীদ শামী
আত তাহমীদ ইসলামীক রিসার্চ সেন্টার বাংলাদেশ৷
তারিখ-২৪/২/২০২২ ঈসায়ী৷