বিবাহ শাদি

৪৬৮. প্রথম বিবাহের এক ঘন্টা পর দ্বিতীয় বিবাহের বিধান

মুফতী তাহমীদ শামী

👉 প্রশ্ন :
মুহতারাম মুফতী সাহেব!
জনৈক ব্যক্তি এক সাথে দুই মেয়েকে বিবাহ দিল। বিবাহ পড়ানোর সময় কাজী সাহেব বড় মেয়ের বিবাহ ছোট ছেলের সাথে ও ছোট মেয়ের বিবাহ বড় ছেলের সাথে পড়িয়ে দিল। অতঃপর এক ঘণ্টা পর কাজী সাহেব এসে বলতে লাগলেন যে, বিবাহ ভুলে উল্টো পড়ানো হয়ে গেছে। তাই পুনরায় বিবাহ পড়াতে হবে। অতঃপর মেয়ে পরিবর্তন করে অর্থাৎ বড় মেয়ের সাথে বড় ছেলে ও ছোট মেয়ের সাথে ছোট ছেলের বিবাহ পড়ানো হলো। কিন্তু ছোট মেয়ের স্বামী দ্বিতীয় বিবাহ মানতে রাজি নন। কেননা তার বক্তব্য হলো দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়নি। কিন্তু বড় মেয়ের স্বামী তার দ্বিতীয় বিবাহের স্ত্রীকে নিয়ে চলে গেল এবং সংসার করতে লাগলো। এ অবস্থায় শরীয়তের বিধান কি?
👉 প্রশ্নকারী :
এমডি মুহিব্বুল্লাহ ফরাজী
কাতার প্রবাসী।

 উত্তর :

بسم الله الرحمن الرحيم
উল্লেখিত অবস্থায় প্রথম বিবাহ অর্থাৎ বড় মেয়ের সাথে ছোট ছেলে এবং ছোট মেয়ের সাথে বড় ছেলের বিবাহ সহীহ হয়েছে। কিন্তু পুনরায় এক ঘণ্টা পর কাজী সাহেব যে বিবাহ পড়িয়েছেন তা সহীহ হয়নি। কেননা কোন মেয়ে কারো বিবাহে থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ হারাম। তবে উক্ত বিবাহ যদি রদবদল করতেই হয় তাহলে তখন কর্তব্য ছিল প্রথমে উভয় স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় বিবাহ পড়িয়ে দেওয়া। আর বড় ছেলে দ্বিতীয় বিবাহের স্ত্রীকে তথা বড় মেয়েকে নিয়ে যে সংসার করেছে তা বৈধ হয়নি বরং যিনা হয়েছে। সুতরাং এখনি তাদেরকে পৃথক করে দিতে হবে। উল্লেখ্য : এখনো তাদের প্রথম বিবাহ বহাল রয়েছে।

والله اعلم بالصواب

👉 প্রামাণ্য গ্রন্থাবলী :
আল কুরআন সূরা নিসা ২৪ নং আয়াত।
তাফসীরে ইবনে কাসীর ৩/২১ পৃষ্ঠা।
আহকামুল কুরআন ৩/৩০২ পৃষ্ঠা।
ফতোয়ায়ে আলমগীরী ২/৫৩ পৃষ্ঠা।
ফতোয়ায়ে উসমানী ৩/২৪৪ পৃষ্ঠা।
ফতোয়ায়ে ইউনুসিয়া ৩/৪৫ পৃষ্ঠা।
ফতোয়ায়ে কাসেমীয়া ২/২৫৭ পৃষ্ঠা।
ফতোয়ায়ে মাহমুদিয়া ১০/৪০৮ পৃষ্ঠা।
ফতোয়ায়ে শামী ৪/৪৫৬ পৃষ্ঠা।
বেহেশতী জেওর ৪/৪১১ পৃষ্ঠা।

👉 উত্তর লিখনে :
মুফতী তাহমীদ শামী
আত তাহমীদ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ।
তারিখ-০১/০১/২০২৩ ঈসায়ী।

Leave a Reply

Back to top button