তোমার দয়ায় বেঁচে আছি
আমি গোনাহগার বান্দা,
তোমার নিয়ামতে ডুবে আছি
আমি সকাল-সন্দ্যা।
বন-বনানী জুড়ে দিলে ফুল-ফল,
দিগন্ত বিস্তৃত ভরে ফসল।
তোমার করুনা পাই সদা,
আমি গোনাহগার বান্দা।
চাঁদের আলো আর সুর্যের আলো,
দয়া করে দিলে তুমি বেসে ভালো।
তোমার ভালোবাসা পাই সদা,
আমি গোনাহগার বান্দা।